স্পেনে বিয়ের বয়স বাড়ল
ইউরোপের দেশ স্পেনে ছেলে-মেয়েদের বিয়ের বয়স দুই বছর বাড়ানো হয়েছে। দেশটিতে আগে বিয়ের বয়স ছিল ১৪ বছর। সে ক্ষেত্রে বিয়ে ইচ্ছুকদের আদালতে অনুমতি নিতে হতো। এখন তা বাড়িয়ে ১৬ বছর করা হয়েছে। নতুন এ বয়স বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। বিবিসি এ সংবাদ দিয়েছে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের আগে দেশটিতে বিয়ের যে বয়স ছিল তা ছিল ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। দুই বছর বাড়ানোর ফলে তা ইউরোপের অনেক দেশের সমপর্যায়ে চলে আসল।
ইউনিসেফ ও শিশু অধিকার নিয়ে কাজ করা স্পেনের সংগঠনগুলো সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
প্রসঙ্গত, ইউরোপের অন্যান্য দেশের মধ্যে এস্তোনিয়ায় ১৫, জার্মানি, ব্রিটেন, ইতালি ও অন্যান্য দেশে ১৬ এবং ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন ও অন্যান্য দেশে ১৮ বছর বয়সে ছেলে-মেয়েরা বিয়ে করতে পারে।
মন্তব্য চালু নেই