স্তন স্পর্শ চ্যালেঞ্জঃ যুবতীরা প্রস্তুত তাদের স্তন স্পর্শ করাতে (ভিডিও)
সম্প্রতি ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ উল্লেখযোগ্য পরিমান দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে ALS রোগের বিষয়ে।
কিন্তু মানুষ ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ এর বাইরে আরো সাহসী কিছু করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। নতুন নতুন সব আইডিয়া বাস্তবায়ন করছে মানুষ। জাপানে সম্প্রতি হয়ে গেল যুবতী মেয়েদের ‘স্তন স্পর্শ চ্যালেঞ্জ’। জাপানী টিভি নেটওয়ার্ক SKY-PERFECT এর আয়োজনে এই ‘স্তন স্পর্শ চ্যালেঞ্জ’ এর মাধ্যমে সম্প্রতি অর্থ সংগ্রহ করা হয়েছে। আশার কথা হল এই ফান্ড রাইজিং অনুষ্ঠানে সংগৃহীত অর্থ ব্যায় করা হবে এইডস এর বিরুদ্ধে সচেতনতা ও গবেষনায়।
০৯ জন সুন্দরী যুবতী তাদের আকর্ষনীয় স্তনযুগল নিয়ে অনুষ্ঠানে সারি বেঁধে উপস্থিত ছিল এ ‘স্তন স্পর্শ চ্যালেঞ্জ’ কার্যক্রমে। কার্যক্রমের প্রচারনা চালানোর পর শত শত পুরুষ যুবতীদের স্তন স্পর্শ করার আগ্রহ দেখায়।
এ কার্যক্রমে পুরুষদের নূন্যতম বয়স ১৮ বছর ও প্রত্যেকে ১০ ডলার ডোনেশনের শর্ত ছিল। পুরুষরা প্রথমে তাদের দুই হাত জীবানু নাশক দিয়ে জীবানুমুক্ত করে সারিবদ্ধভাবে ০৯ যুবতীর স্তন স্পর্শ করে।
৫৮০০ এর অধিক পুরুষ এই কার্যক্রমে অংশগ্রহন করে এবং ৫০,০০০ এর অধিক ডলার সংগ্রহ হয় এই আয়োজনে।
অবশ্য একটি প্রশ্ন থেকে গেছে, এই পুরুষরা কি চ্যারেটি নাকি স্তন স্পর্শের আশায় কার্যক্রমে অংশ নেয়?
https://www.youtube.com/watch?v=pUi-FIfzHIw
https://www.youtube.com/watch?v=7Ob0vOBTWJo
মন্তব্য চালু নেই