স্কুল মাঠে হঠাৎ টর্নেডো, বালক ১৫ ফুট ওপরে (ভিডিও)

স্কুলমাঠে শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে বসে আছেন। হঠাৎ কয়েকটি ছোট কিন্তু শক্তিশালী ঘূর্ণিবায়ু সবকিছু উড়িয়ে নেয়। এ সময় এক বালককে বাতাসে ১৫ ফুট ওপরে তুলে ফেলে। চীনের গানসু প্রদেশে একটি স্কুলমাঠে টর্নেডোর আঘাতের এই দৃশ্যটির ভিডিওচিত্র ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, প্রথম টর্নেডোটি আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে। স্কুল কর্তৃপক্ষ শিশুদের তখন মাটিতে শুয়ে পড়তে বলে।

দ্বিতীয় টর্নেডোটি ছাত্রদের মধ্যে আরো আতঙ্ক সৃষ্টি করে। কাপড়, কম্বল এবং অন্যান্য সব উপকরণ বাতাসে উড়িয়ে নিতে শুরু করে।

তৃতীয় টর্নেডোটি আরো শক্তিশালী ছিল। এটি এক বালককে বাতাসে ১৫ ফুট ওপরে তুলে ফেলে। শিক্ষকরা তাকে নিচে নামানোর চেষ্টা করেন। মাত্র ১৫ সেকেন্ড পর ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। সে সামান্য আহত হয়েছে। তাকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তিনটি টর্নেডোর উচ্চতা ছিল প্রায় ১০০ ফুট।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই