সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র বানচাল!

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে হত্যার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে বলে দাবি করেছে মালয়েশিয়া। মাসব্যাপী বিদেশ সফরের অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি সৌদি বাদশাহ মালয়েশিয়া যান। সেখান থেকে রাজসিক লটবহরসহ তিনি ইন্দোনেশিয়া সফরে যান।

মালয়েশিয়ার পুলিশের দাবি, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো, কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়।

এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছজন বিদেশী নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে।

ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়। আটকদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

পুলিশের সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, আটক চার ইয়েমেনি ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত।

সূত্র : বিবিসি বাংলা



মন্তব্য চালু নেই