সৌদি আরবে ৪ অক্টোবর ঈদুল আজহা
সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আগামী ৪ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালতের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।
আদালতের ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু। সে হিসেবে ৪ অক্টোবর শনিবার ঈদুল আজহার প্রথম দিন। এর আগের দিন অর্থাৎ তিন অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই দিন আরাফাতের ময়দানে হাজিরা সম্মিলিত হবে। আরাফাতের ময়দানে সম্মিলিত হওয়ার মধ্য দিয়ে পাঁচ দিনের হজ শুরু হয়।
মন্তব্য চালু নেই