সৌদি আরবের মেয়েদের সেই কাজটির সমর্থন দিলেন প্রিন্স সালমান

ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ব্লুমবার্গের পিটার ওয়াল্ডম্যান এর সাথে একটি সাক্ষাৎকারে বলেন- “আমি নারীদের আরো বেশি স্বাধীনতার পক্ষে। আমরা বিশ্বাস করি ইসলামে নারীদের যে সকল অধিকার রয়েছে তারা তা ভোগ করবে ।”

বৃহস্পতিবারে রাওদা খুরাইমে তিনি একথা বলেন। তিনি বলেন সৌদি শূরা কাউন্সিল মহিলাদের গাড়ি চালনায় অনুমোদন দিলে তার সমর্থন থাকবে।

“মহিলাদেরকে ইসলামের পুর্ন অধিকার দিতে গিয়ে যেন ধর্মীয় অনুশাসনের ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা কাজ করছি।”

তিনি ব্যাখ্যা করে বলেন আমাদের নাগরিকদের অধিকারের বিষয়ে আমরা সচেতন। যেখানে তাদের অর্ধেকই নারী এবং তাদেরকে আমরা উৎপাদনশীল অর্ধেক হিসেবেই দেখতে চাই।



মন্তব্য চালু নেই