সৌদি আইন: পাসপোর্ট শ্রমিকের হাতে

সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট তাদের কাছেই রাখতে হবে বলে এক নতুন শ্রম আইন তৈরি করেছে সে দেশের সরকার।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদপত্র সৌদি গেজেট জানাচ্ছে, নিয়োগকর্তা বা কফিল যদি কোন অভিবাসী শ্রমিকের পাসপোর্ট আটক করে রাখে তাহলে তাকে ২০০০ রিয়াল জরিমানা করা হবে।

খবরে বলা হয়েছে, কাজের চুক্তিনামার কপি শ্রমিককে না দিলে নিয়োগকর্তাকে ৫০০০ রিয়াল জরিমানা করা হবে।

সৌদি গেজেট বলছে, চুক্তি অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়া হলে কফিলকে ১৫০০০ রিয়াল জরিমানা করা হবে।

এর বাইরে, শ্রমিকদের বেতন দিতে গিয়ে দেরি করলে, ছুটির দিন কিংবা গরমে বা খারাপ আবহওয়ায় কাজ করতে বাধ্য করা হলেও নিয়োগকর্তার শাস্তি হবে।

সৌদি শ্রম আইনের প্রধান দিকগুলো:

অপরাধ জরিমানা
শ্রমিককে চুক্তিপত্রের অনুলিপি না দেওয়া ৫০০০ সৌ.রি.
চুক্তিপত্রে নেই এমন কাজ করার জন্য শ্রমিককে বলপ্রয়োগ ১৫০০০ সৌ.রি.
নিরাপত্তা ও স্বাস্থ্যগত মানদণ্ড ভঙ্গ করা ২৫০০০ সৌ.রি.
সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে বলে মিথ্যা দাবি করা ২৫০০০ সৌ.রি.
বিদেশীদের কাছে ভিসা বিক্রি করা ৫০০০০ সৌ.রি.


মন্তব্য চালু নেই