সৌদির শিক্ষা ভবনে অতর্কিত গুলিবর্ষণ, নিহত ৬
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের একটি শিক্ষা ভবনে একজন হামলাকারী হঠাৎ এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করায় কমপক্ষে ৬ জন নিহত এবং আহত হয়েছে আরও দুইজন। হতাহতরা শিক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে।
একজন উচ্চ পর্যায়ের সৌদি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এ সংবাদ জানিয়েছে। সংবাদে বলা হয়, গুলিবর্ষণকারী ছিলেন একজন শিক্ষক এবং তিনি তার সহকর্মী শিক্ষকদের উপর গুলি চালান।
তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর তুর্কি বলেছেন, কর্তৃপক্ষ এই বৃহস্পতিবারের হামলাকে কোনো শিক্ষকের কর্মকাণ্ড হিসেবে নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে।
ঘটনার পর পর ঐ স্থানে উপস্থিত রয়েছে পুলিশ এবং জরুরী বিভাগের লোকজন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ ঘটনার কোনো সংবাদ এখনো প্রকাশ করেনি।
মন্তব্য চালু নেই