সৌদির পাঠানো বিমানে হজে যাবেন হোসনি মোবারক
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবরকের হজ পালনের আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ বিমানে তাকে সৌদি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। পার্সটুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হোসনি মোবারক ও তার পরিবারের সদস্যদের নেয়ার জন্য বিশেষ বিমান পাঠাবে সৌদি এবং ওই বিমানেই তাদের আবার মিশরে পৌঁছে দেয়া হবে। মোবারকের ছেলে জামাল ও আলা-কেও ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
রিয়াদ বলছে, সৌদিতে অবস্থানকালে মোবারককে সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে।
২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছিল হোসনি মোবারকের বিরুদ্ধে। তবে গেল ৩ মার্চ তাকে বেকসুর খালাস দিয়েছেন মিশরের সর্বোচ্চ আপিল আদালত।
সরকারি তহবিল তসরুফের অভিযোগে এর মধ্যেই তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন হোসনি মোবারক। বর্তমানে তিনি একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নিহতদের স্বজনরা আপিল আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য চালু নেই