সৌদিতে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ
জঙ্গি হামলার আশঙ্কায় সৌদি আরবে মার্কিন দূতাবাস দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, রিয়াদ, জেদ্দা ও দাহারানে দূতাবাসের সকল কার্যক্রম সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে। এছাড়া সৌদি আরবে ভ্রমণরত সকল মার্কিন নাগরিককে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, ‘সৌদি আরবে ভ্রমনরত সকল মার্কিন নাগরিককে ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানানো হচ্ছে। অতি জরুরী প্রয়োজন ছাড়া দেশটির অভ্যন্তরে ভ্রমন সীমিত করারও অনুরোধ করা হচ্ছে।’
এর আগে দূতাবাসের পক্ষে গত শুক্রবার জানানো হয়েছিল, সৌদি আরবে কর্মরত পশ্চিমা তেল খনি কর্মকর্তারা জঙ্গি হামলা অথবা অপহরণের ঝুঁকিতে আছেন।
প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ভিনেল এরাবিয়া বলেন, সৌদি আরবে কর্মরত যুক্তরাষ্ট্রের ২ পেশাজীবী তেল সমৃদ্ধ পূর্ব প্রদেশে গুলিবিব্ধ হয়েছেন।
মন্তব্য চালু নেই