সৌদিতে তরুণ-তরুণীদের উদ্দাম নাচ : বিচারকরা যে সাজা দিলেন (ভিডিও)
নিষেধাজ্ঞা সত্ত্বেও পার্টিতে একসঙ্গে নাচ-গান করায় চার যুবক-যুবতীকে খুঁড়তে হবে, ইসিইউতে চিকিত্সাধীন রোগীদের দেখতে যেতে হবে। এমনই ‘সাজা’ দিয়েছে সৌদি আরবের এক দালত। আরব নিউজ-এর খবর, রাজধানী শহরে এক উদ্দাম পার্টিতে একত্রে নাচ, গান করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় দুটি মেয়েকে সরকারি হাসপাতালের আইসিইউতে ১০ জন রোগীর শুশ্রূষা করতে বলা হয়েছে। দুটি ছেলেকে পাঁচটি গর্ত খুঁড়তে বলেছে জেদ্দার ফৌজদারি আদালত। তবে এই সাজাকে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, সৌদি আরবে ইদানীং বেশ কিছু বিচারক কারাবাসের বিকল্প সাজা দেওয়াই শ্রেয় বলে মনে করছেন। তাবুকের ফৌজদারি আদালতের বিচারক ইয়াসের আল-বালাওয়াইয়ের সুখ্যাতি হয়েছে এমন পন্থা নেওয়ার জন্য। তিনি বলে থাকেন, কারাদণ্ড হলে দোষী ও তার পরিবারের মনে যে নেতিবাচক প্রতিক্রিয়া হয়, তা এড়াতেই তিনি বিকল্প সাজা দেওয়ার পক্ষপাতি। আরব নিউজ-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ ধরনের বিকল্প সাজা কার্যকর করার চল রয়েছে হজের সময়। যদিও কঠোর সাজার পরিবর্তে সমাজ-সম্প্রদায়ের সেবা করার সাজা দেওয়ার বিরুদ্ধে আপত্তিও উঠেছে। যদিও এ ধরনের শাস্তি কার্যকর করা হবে কিনা, তা শেষ পর্যন্ত নির্ধারিত হবে সার্কিট বিচারকের রায়ে। তিনিই প্রতিটি মামলা খতিয়ে দেখে কী সঠিক সাজা, তা বলে দেবেন।
ভিডিও:
https://youtu.be/eEADkeBON7g
মন্তব্য চালু নেই