সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে নেতাকর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকেবিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এ সমাবেশ শুরু বেলা ২টায়।
আজ রোববার পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে সমাবেশের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দিবেন বলে জানিয়েছেন বেগম জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে বেগম জিয়া সমাবেশে বক্তব্য দিবেন বলে ধারণা করা যাচ্ছে।
এদিকে সমাবেশে ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন।
মন্তব্য চালু নেই