সোমালিয়ায় রেস্তোরায় বোমা হামলায় নিহত ১০
সোমালিয়ায় একটি রেস্টুরেন্টে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২জন। মঙ্গলবার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওসমান ইব্রাহিম বলেন, কমপক্ষে ১০ জন মারা গেছে। আহত হয়েছে আরও ১২জন। নিহতদের মধ্যে সেনা সদস্য ও স্থানীয় বাসিন্দা রয়েছে।
তিনি বলেন, ‘নিহতের সংখ্যা নিশ্চিত বাড়বে।’
যে রেস্টুরেন্টটিতে হামলা করা হয়েছে মধ্যাহ্ন ভোজনের জন্য সেটি সরকারি কর্মকর্তাদের কাছে খুবই জনপ্রিয়। এটি প্রেসিডেন্ট ভবন থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। হামলাকারীরা তাদের গাড়ি নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে এবং গাড়িটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে রেস্টুরেন্টের পাশের চায়ের দোকানটিও উড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা মেজর ফারাহ হুসেইন বলেন, এক পুলিশ সদস্য গুলি ছুড়ে গাড়িটি থামানোর চেষ্টা করেছিল। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয় এবং সে নিহত হয়। গাড়িটি রেস্টুরেন্টের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়া এ ধরণের আত্মঘাতী হামলাগুলি জঙ্গি সংগঠন আল-শাবাব চালিয়ে থাকে।
মন্তব্য চালু নেই