সোমালিয়ায় বোমা হামলায় মন্ত্রীসহ নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য ও মোগাদিসুর উপ মেয়র রয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। চরমপন্থি সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

মোগাদিসুতে অবস্থিত দ্যা সেন্ট্রাল হোটেলে প্রায় রাজনীতিবিদরা যাতায়াত করে থাকেন। হোটেলের মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের মেজর নুর মোহাম্মদ জানান, প্রথমে হোটেলের গেটে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। তারপর এক আত্মঘাতী হামলাকারি হোটেল আঙ্গিনা বোমার বিস্ফোরণ ঘটান।

তিনি বলেন, ‘হোটেলের ভেতরে মন্ত্রী ও আইন প্রনেতারা ছিলেন। আমি এক আইন প্রনেতাসহ বহু হতাহতকে দেখেছি।’

আল শাবাবের এক মুখপাত্র সোমালিতে বিবিসির সংবাদদাতাকে জানিয়েছেন, প্রার্থনার সময় তারা কর্মকর্তাদের হত্যা করেছেন, কারণ এসব কর্মকর্তা মুরতাদ ছিলো।



মন্তব্য চালু নেই