সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি

ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নয়াদিল্লির শ্রী গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের বক্ষব্যধি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অরূপ কুমারের অধীনে চিকিৎসাধীন তিনি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অস্ত্রোপচারের পর থেকেই কংগ্রেস প্রধানের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। অস্ত্রোপচারকালে পাঁচ সপ্তাহ তিনি নিউ ইয়র্কে ছিলেন। তার চিকিৎসার বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়।

স্বাস্থ্যগত কারণে চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের সমাবেশ বাতিল করেন সোনিয়া। আর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের আগেও তাকে একবার হাসপাতালে যেতে হয়। কংগ্রেসের প্রধান থাকাকালে তার দল গত দুই মেয়াদে ভারতের ক্ষমতায় আসলেও ইতালি বংশোদ্ভূত হওয়ায় সরকারের কোনো পদ নেননি তিনি।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নাম যথাক্রমে রাহুল ও প্রিয়াংকা গান্ধী।

তথ্যসূত্র : এনডিটিভি, এবিসি নিউজ।



মন্তব্য চালু নেই