সেই নিখোঁজ মাদ্রাসাছাত্রের খোঁজ মিলেছে
আগৈলঝড়া থেকে ‘নিখোঁজ’ মাদ্রাসাছাত্র নেয়ামতুল্লাহর খোঁজ মিলেছে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় তার সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘এক ব্যক্তির সহায়তায় গেন্ডারিয়ার একটি হোটেলে সে কাজ পায়। এ সময় তার মোবাইল বন্ধ ছিল। শুক্রবার সকালে মোবাইলটি খোলার পরই তার খোঁজ পাওয়া যায়। এরপর তাকে থানা হেফাজতে আনা হয়। পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রশ্নে ওসি বলেন, ‘বাবার কাছে টাকা না পেয়ে রাগ করে লঞ্চে উঠে ঢাকায় চলে আসে সে। এরপরই হোটেলে কাজ নেয়। তবে তার কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল কিনা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, ৩০ নভেম্বর ‘নিখোঁজ’ হয় আগৈলঝাড়া উপজেলা সদরের মার্কাজ আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র নেয়ামতুল্লাহ। এরপর আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন নেয়ামতুল্লাহর বাবা বাকাল গ্রামের খোরশেদ ব্যাপারি।
মন্তব্য চালু নেই