সেই ড্যানিশ পত্রিকা মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে না

ড্যানিশ দৈনিক জিলান্ডস-পোস্টেন জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন চার্লি হেবদো যেসব ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল সেগুলো তারা পুনর্মুদ্রণ করবে না। শুক্রবার এক সম্পাদকীয় নিবন্ধে পত্রিকাটি এ তথ্য জানিয়েছে।

২০০৫ সালের সেপ্টেম্বরে বিভিন্ন কার্টুনিস্টের ১২টি কার্টুন প্রকাশ করে জিলান্ডস-পোস্টেন। এর মধ্যে অধিকাংশই ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যঙ্গ করে। এতে পুরো মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন দেশে সংঘর্ষে নিহত হয় কমপক্ষে ৫০জন।

পরবর্তীতে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন চার্লি হেবদোও মহানবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ করে। ওই সময়ও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এমনকি হেবদো অফিসে হামলারও হুমকি দেয়া হয়। বুধবার প্যারিসে বন্দুকধারীরা চার্লি হেবদোর কার্যালয়ে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায়। এতে ম্যাগাজিনটির চার কার্টুনিস্ট ও সম্পাদকসহ ১২জন নিহত হয়। এর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন পত্রিকা চার্লি হেবদোতে প্রকাশিত সেই বিতর্কিত ব্যঙ্গচিত্রগুলো প্রকাশের সিদ্ধান্ত নেয়।

জিলান্ডস-পোস্টেনের সম্পাদকীয়তে বলা হয়, ‘নয় বছর ধরে আমরা সন্ত্রাসী হামলার ভয় নিয়ে বাস করছি। আমাদেরই হোক কিংবা চার্লি হোবদোর কার্টুনগুলি কেন আমরা পুনর্মুদ্রণ করছি না এটা তারই ব্যাখ্যা।’



মন্তব্য চালু নেই