সুবহানাল্লাহ, এই মসজিদটি শহরের সব জায়গা থেকেই দেখা যায়

সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত। এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন মসজিদটি ব্রুনাইয়ের ব্রুনাইয়ের ২৮তম সুলতান ওমর আলি সাইফুদ্দিনের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে।

১৯৫৮ সালে মসজিদটির নির্মান কাজ সম্পন্ন হয়। মসজিদটির প্রধান গম্বুজটির বাইরের অংশ সম্পূর্ন খাঁটি সোনা দিয়ে তৈরী। মসজিদটি ৫২ মিটার (১৭১ ফুট) উচ্চতায় নির্মিত বলে শহরের যেকোন স্হান থেকে সহজেই দেখা যায়। আবার মসজিদের প্রধান মিনারে উঠলে পুরো বন্দর সেরি বেগাওয়ান শহর দৃষ্টিগোচর হয়।

মসজিদটির প্রবেশে সুদীর্ঘ একটা ব্রীজ রয়েছে। ৫ একর জমির উপর নির্মিত মসজিদটির ভেতরের (ইনডোর) অংশে একসাথে ৩০০০ মুসল্লী নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মানে অত্যন্ত দামী গ্রানাইট, মার্বেল ও ক্রিসটাল ব্যবহার করা হয়। সূত্রঃ উইকিপিডিয়া



মন্তব্য চালু নেই