সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৬ বাঘ শিকারি নিহত

খুলনার কয়রা উপজেলার মান্দারবাড়িয়া এলাকায় সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয়জন নিহত হয়েছেন, যারা বাঘ শিকারি বলে পুলিশের দাবি।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বাঘ শিকারের জন্য তারা সুন্দরবনের ওই এলাকায় অবস্থান করছিল এমন খবরের ভিত্তিতে পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়।

এসময় শিকারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ছয়জন চোরা শিকারি নিহত হয়। বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ সদস্যও আহত হন বলে তিনি দাবি করেন।

পরে ঘটনাস্থল থেকে তিনটি বাঘের চামড়া ও পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।



মন্তব্য চালু নেই