জামিন পেলেন মিন্টু, আমানের নামঞ্জুর

পল্টন থানায় করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। এদিকে, একই মামলায় দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মিন্টুর আইনজীবী আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আইনজীবী তার পক্ষে আদালতে জামিন প্রার্থনা করলে তা নাকচ করে দেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালীন রাজধানীর ৬ নম্বর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ওই গাড়ির চালক বাদী হয়ে পল্টন থানায় শীর্ষ এই দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই