সুচির সঙ্গী হলেন শী মান

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেল জয়ী অং সান সুচির সঙ্গী হলেন শী মান। তিনি ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সাবেক প্রধান এবং দেশটির জাতীয় সংসদের স্পিকার ছিলেন। গত সপ্তাহে মানকে বহিষ্কার করেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুচির সঙ্গে শী মান যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। সেইসঙ্গে প্রেসিডেন্টের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তিনি। এ কারণেই শী মানকে বহিষ্কার করা হয় বলে জনিয়েছে দেশটির গণমাধ্যম।

সুচি সাংবাদিকদের বলেন, এখন স্পষ্ট হয়েছে কে শত্রু আর কে মিত্র। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিত্রের সঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।

তবে তারা কীভাবে একসঙ্গে কাজ করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সুচি।

আগামী ৮ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২৫ বছর পর এই প্রথম গণতান্ত্রিক নির্বাচনে এনএলডি জয়লাভ করতে পারে।



মন্তব্য চালু নেই