সীমান্ত বন্ধ করবে জর্ডান
সিরিয়া সীমান্তের কাছে গাড়ি বোমা হামলায় অন্তত ৬ সেনা নিহত হওয়ার পর নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জর্ডান।
জর্ডানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা সিরিয়া এবং ইরাকের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেবে।
মঙ্গলবার সকালে সিরীয় সীমান্তের কাছে আল রুকবান জেলার শরণার্থী শিবিরের সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়।
আল-রুকবান জেলার ওই শরণার্থী শিবিরে প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এই শিবিরে বেশ কয়েকবার সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী শরণার্থী শিবিরে এসব হামলার দায় স্বীকার করেনি।
২০১১ সালে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর এ ধরনের হামলার ঘটনা এই প্রথম ঘটল। অর্থাৎ এর আগে সরাসরি জর্ডানের সীমান্ত প্রহরীদের ওপর এ ধরনের হামলা চালানো হয়নি।
এদিকে, আন্তর্জাতিক ত্রানকর্মীরা জানিয়েছেন, জর্ডার তাদের সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ করে দিলে শরণার্থীদের জীবন আরো ক্ষতির মুখে পড়বে।
মন্তব্য চালু নেই