সিরিয়া ছাড়িয়ে মর্টার পড়লো তুরস্কে

স্থানীয় কুর্দি ও ইসলামিক স্টেট যোদ্ধাদের মুখোমুখি অবস্থানে সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে যুদ্ধাবস্থা শোচনীয় রূপ ধারণ করেছে। ইসলামিক স্টেটের সেনারা কুর্দিদের ওপর ভারি মর্টার ও গাড়ি বোমা সহযোগে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধে আইএস তুলনামূলক ভালো অবস্থানে আছে।

শনিবার যুদ্ধের প্রারম্ভে কোবানির কুর্দি অধ্যুষিত অংশে ৪৪টি মর্টার হামলা চালিয়েছে আইএস। একাধিক মর্টার কোবানির সীমানা পেরিয়ে তুরস্কে গিয়ে পড়েছে।  রোববার সর্বশেষ আরও ৪টি মর্টার হামলার ঘটনা ঘটেছে। সূত্র: ব্রিটেন নিয়ন্ত্রিত সিরীয় মানবাধিকার পর্যবেক্ষক দল।

কোবানিতে ইসলামিক স্টেটের অবস্থান অপরিবর্তিত থাকলেও যুদ্ধে অনেকখানি ভাটা পড়েছিল। এ ফুরসতে কুর্দিদের প্রতিরক্ষা ফ্রন্ট তোদের প্রতিরক্ষা অনেকটা গুছিয়ে নিতে চেয়েছে। স্থনীয় কিশোর তরুণদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে তারা। শিগগিরই আইএস আক্রমণের আশঙ্কা প্রকাশ করলে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট তখন আইএস ঘাঁটিতে বিমান হামলা চালায়।

ইসলামিক স্টেটের ইরাক অংশে মার্কিন নেতৃত্বাধীন ‘সন্ত্রাসবিরোধী জোট’ হামলা চালিয়ে যাচ্ছে, যা শুরু হয়েছিল গত অগাস্ট মাসে। বিগত সেপ্টম্বর মাস থেকে তা ইরাকের পাশাপাশি সিরিয়াতেও পরিচালিত হচ্ছে।

আইএসএর ছোড়া মর্টার সিরিয়ার সীমা ছাড়িয়ে তুরস্কে পড়ার পর, ন্যাটোর সদস্যরাষ্ট্রটি তার প্রতিক্রিয়ায় আইএসবিরোধী তুলনামূলক কোমলপন্থি অবস্থান থেকে সরে আসে কী না, তাই দেখার বিষয়।



মন্তব্য চালু নেই