সিরিয়ায় হাসপাতালে বিমান হামলা, নিহত ১৬

সিরিয়ার আলেপ্পো নগরীর একটি হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাটির লক্ষ্যবস্তু ছিল একটি হাসপাতাল। হামলায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওয়াসেম মাজসহ হাসপাতালকর্মী এবং বেসামরিক জনগণও নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা মৃতদেহ ও আহতদের ‍উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই আসাদ বাহিনী এলাকাটিতে হামলা জোরদার করেছে। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ১০০ জন বেসামরিক জনগণ নিহত হয়েছেন বিমান ও রকেট হামলায়।

সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ হাই নেগশিয়েশন কমিটি বুধবার যুদ্ধবিরতি বয়কট করার হুমকি দিয়েছে। যদি সরকারি বাহিনী নিয়মিত এ বিমান হামলা ও সেনা হামলা বন্ধ না করে তবে তারা যুদ্ধবিরতি বয়কট করবে।

আসাদ বাহিনী আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর হামলা বৃদ্ধি করলে ৪০ হাজার সিরীয় নাগরিক গত এক সপ্তাহে ওই অঞ্চল থেকে পালিয়ে যায়।

এর আগে মঙ্গলবারের আরেকটি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ৮ জন শিশুও ছিল।



মন্তব্য চালু নেই