সিরিয়ায় হাসপাতালে আইএসের হামলা, নিহত ৫৫
সিরিয়ার হাসপাতালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য নিহত হয়েছে । শনিবার দেইর আল জৌর শহরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে এ হামলা চালানো হয়। এসময় আইএসের ২০ যোদ্ধাও নিহত হয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার দেইর আল জৌরের আল-আসাদ হাসপাতালে হামলা চালায় জঙ্গিরা। এসময তারা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের জিম্মি করে রাখে। এর কয়েক ঘন্টা পর সরকারি বাহিনী পাল্টা হামলা চালায়। প্রচন্ড লড়াইয়ে সরকারি বাহিনীর ৩৫ সদস্য নিহত হয়। এছাড়া আইএসেরও ২০ যোদ্ধা নিহত হয়। পরে সরকারি বাহিনী হাসপাতালটিকে আইএসের দখলমুক্ত করতে সক্ষম হয়। তবে জিম্মিদের অবস্থা কী সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
দেইর আল জৌরের অর্ধেকেরও বেশি এলাকা আইএসের দখলে রয়েছে। কিন্তু তারা চাচ্ছে পুরো শহরের দখল নিয়ে নিতে।
আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ভোরে দেইর আল জৌরে গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে আইএস যোদ্ধারা। এসময় যোদ্ধারা হাসপাতালে হামলা এবং সিরিয়ার সামরিক ঘাঁটির সঙ্গে শহরের বিমানবন্দরের যাতায়াতের রুট বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া যোদ্ধারা অগ্নি নির্বাপন অফিস, বিশ্ববিদ্যালয় হল এবং আল তায়াম তেলক্ষেত্রের কাছাকাছি এলাকা দখল করেছে।
মন্তব্য চালু নেই