সিরিয়ায় সেনা পাঠায়নি তুরস্ক

সিরিয়াতে সেনা পাঠিয়েছে তুরস্ক- সিরীয় সরকারের পক্ষ থেকে আনা এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইসমাত ইলমাজ। তুরস্কের সংসদীয় কমিশনে তিনি জানান, সিরিয়াতে কোনো সেনা মোতায়েনের কথা ভাবছে না তার দেশ।

এর আগে সিরীয় সরকারের পক্ষ থেকে জাতিসংঘে দেয়া একটি অভিযোগপত্রে বলা হয়েছিল, সীমান্ত অতিক্রম করে তুরস্ক তাদের প্রায় ১০০ সেনাকে সিরিয়ায় পাঠিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের গোলাবর্ষণকে সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছিল সিরীয় সরকার।

গত সপ্তাহের শেষের দিকে কুর্দি বিদ্রোহীদের ওপর গোলাবর্ষণ শুরু করে তুরস্ক। সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত বিদ্রোহী দলগুলোর কাছ থেকে সিরিয়ার বিভিন্ন ভূখণ্ড দখলে নিচ্ছে কুর্দিরা। সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকে’র মিত্র বলে মনে করে তুর্কি সরকার। কুর্দিরা সিরিয়া এবং তুরস্ক ভূখণ্ডের মধ্যবর্তী এলাকা কুর্দিস্তানের স্বায়ত্বশাসন দাবি করে।



মন্তব্য চালু নেই