সিরিয়ায় সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
সিরিয়ার আলেপ্পোতে ‘ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে’ উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সাধারণ নাগরিকদের রক্ষায় এগিয়ে আসতে তিনি দেশটির সরকারসহ সব শ্রেণীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিকের ওপর নির্যাতনের খবরে মহাসচিব শঙ্কিত বলে জানান।
তিনি বলেন, “যেহেতু জাতিসংঘ নিজ থেকে এই তথ্যগুলো যাচাই করতে পারছে না, সেহেতু সংশ্লিষ্ট মহলগুলোর কাছে মহাসচিব তার গভীর উদ্বেগের কথা জানাচ্ছেন।” বান কি-মুন সিরিয়ায় তার বিশেষ দূতকে জরুরি ভিত্তিতে বিষয়টি সম্পর্কে খোঁজখবর করতে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে এ ব্যাপারে সিরিয়া সরকার বা তার মিত্রপক্ষ রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেনি।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর হাতে হওয়া যে কোনো নৃশংসতার জন্য সিরিয়া এবং রাশিয়াকে দায়ী করেন।
আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনীর ব্যাপক অগ্রসরের ফলে সেই অঞ্চলে বিদ্রোহীরা আপাতত পতনের মুখে।
মন্তব্য চালু নেই