সিরিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২

সিরিয়ার বিদ্রোহীনিয়ন্ত্রিত আলেপ্পো শহরের কাছে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২-তে দাঁড়িয়েছে। রোববার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দু’টি শিয়া অধ্যুষিত আল-ফুআহ ও কাফরিয়া গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের বাসে করে আলেপ্পোয় সরিয়ে নেওয়া হচ্ছিল। বিদ্রোহীদের সঙ্গে সিরিয়া সরকারের চুক্তিতে গত মাসের শেষের দিকে অবরুদ্ধ এই দুটি গ্রাম থেকে ১৬,০০০ বেসামরিক নাগরিককে বেরিয়ে আসার সুযোগ দিতে রাজি হয় বিদ্রোহীরা। শনিবার প্রায় ৭০ টি গাড়িতে করে এসব লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছিল।

শনিবার বিকেলে আলেপ্পোর পশ্চিমে অবস্থিত আর-রাশিদিন এলাকার একটি তল্লাশি চৌকিতে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপয়েন্টে দাঁড়িয়ে থাকা বাসের সারি ও মানুষের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১১২ জন নিহত হয়েছে। এর আগে অবশ্য সংস্থাটি নিহতের সংখ্যা ৩৯ বলে জানিয়েছিল।



মন্তব্য চালু নেই