সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৫
সিরিয়ায় দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। রোববার হোমস শহরে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, জাহারা জেলায় দুটি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া অবশ্য জানিয়েছে, হামলায় ১৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। টেলিভিশনে ধ্বংস হওয়া দোকানের সামনের অংশ, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ, আহত লোকজনের আহাজারি ও জ্বলন্ত গাড়ির দৃশ্য দেখা গেছে।
এর আগে গত মাসে হোমসে বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছিল। ওই সময় ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল। শনিবার হোমসে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সরকারি হামলা চালিয়েছিল। এর পরই এ হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
মন্তব্য চালু নেই