সিরিয়ায় বিমান হামলায় ২৮ জন নিহত
বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ ছাড়া এ হামলায় আরো ৫০ জন আহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
পর্যবেক্ষণকারী দল জানায়, তুর্কি সীমানা সংলগ্ন ইদলিব প্রদেশের সারমাদার কাছে কামুনা শিবিরে এ হামালা চালানো হয়েছে।
তবে কারা এ হামলা করেছে কেউ নিশ্চিত করে তা বলতে পারেনি।
যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর একদিন পরই আবার এ হামলা করা হয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরিয় সামরিক বাহিনী ও জঙ্গিবিরোধী বিদ্রোহীরা।
গত পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধে প্রাণ দিতে হয়েছে চার লাখ মানুষকে। কেবল গত দুই সপ্তাহেই আলেপ্পোতে বিমান হামলা ও গোলাগুলিতে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর করতে না পারলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। নতুন করে আরো চার লাখ মানুষ বাস্তুহারা হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
মন্তব্য চালু নেই