সিরিয়ায় আইএসের ওপর ফের তুরস্কের হামলা

সিরিয়ার সীমান্ত থেকে মর্টার নিক্ষেপের জবাবে দেশটিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ইসলামিক স্টেট’র (আইএস) অবস্থানের ওপর গোলা নিক্ষেপ করেছে তুরস্ক।

সিএনএন-টার্ক চ্যানেলের খবরে বলা হয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী ও আইএসের দখলে থাকা সিরীয় শহর জারাবলাসমুখী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কারকামিসে দুটি গোলা এসে পড়ে।

সোমবার সন্ধ্যায় সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস ও কুর্দি মিলিশিয়া ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) ওপর গোলাবর্ষণের পর মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় তুরস্কের গোলন্দাজ বাহিনী জারাবলাসে ফের আইএসের চারটি অবস্থানের ওপর ৬০টি গোলা নিক্ষেপ করে।

গত সপ্তাহান্তে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের একটি নগরীতে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫৪জন নিহত হওয়ার পর এ গোলা বিনিময় হলো।

তুরস্ক প্রাথমিকভাবে বলেছিল, হামলাকারী ছিল এক শিশু এবং সে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট। তবে সোমবার সন্ধ্যায় তারা এ বক্তব্য থেকে সরে আসে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেন, প্রাথমিক তথ্য সঠিক ছিল না এবং কারা ওই আত্মঘাতী হামলা চালিয়েছে সে ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

সূত্র: বাসস



মন্তব্য চালু নেই