সিগারেটের থেকেও কম কিশোরীর দাম!

যেখানে বাজারে ক্রীতদাস হিসেবে দেদার বিকোবে কিশোরী৷‌ ভাগ্য ‘ভাল’ থাকলে হতভাগ্য কিশোরীদের মিলে যাবে রাজপুরুষের সঙ্গ৷‌ নতুন নতুন অঞ্চল দখল করে তাই এলাকার কিশোরীদের তুলে নিয়ে যাওয়া হয়৷‌ তাদের অধিকাংশকেই বাজারে বিক্রি করে দেওয়া হয়৷‌ বাকিদের ব্যবহার করা হয় কমবয়সী বিদেশি পুরুষদের প্রলুব্ধ করতে৷‌

জাতিসংঘের রিপোর্ট জানাচ্ছে, পৃথিবীর প্রায় ১০০ দেশ থেকে আড়াই হাজারেরও বেশি বিদেশি জঙ্গি রয়েছে আইএসআইএসে৷‌ এক প্যাকেট সিগারেটের থেকেও কম দামে বিকোচ্ছে কিশোরী৷‌

এপ্রিলে ইরাক এবং সিরিয়া গিয়েছিলেন জৈনাব বাঙ্গুরা৷‌ সেই সময় মহিলাদের ওপর আইএসআইএস জঙ্গিদের ভয়ঙ্কর যৌন-নির্যাতন তাঁর চোখে পড়ে৷‌ বাঙ্গুরার কথায়, এ যুদ্ধ শুধু মাটিতে হয় না, হয় মহিলাদের শরীরে৷‌ আই এস আই এস অধিগৃহীত এলাকা থেকে তুর্কি, লেবানন এবং জর্ডনে পালিয়ে এসে আশ্রয় শিবিরে রয়েছেন বহু মহিলা৷‌

কতজন মেয়ে এই মুহূর্তে দাস বাজারে রয়েছেন, তার কোনো হিসাব নেই৷‌ তবে সবাইকেই যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় এমন নয়৷‌ অনেক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আক্রোশবশত তুলে আনা হয় তাদের মেয়েদের৷‌

এরকমই এক দাস-শিবিরের বর্ণনা দিয়েছেন বাঙ্গুরা৷‌ তাঁর কথায়, ‘মেয়েদের এনে একটা ঘরে তালাবন্ধ করে রেখে দেওয়া হয়৷‌ ছোট বাড়িতে ১০০-র বেশি মেয়েকে আশ্রয় দেওয়া হয়৷‌ তারপর নগ্ন করে স্নান করানো হয়৷‌’



মন্তব্য চালু নেই