সিউলে মার্কিন রাষ্ট্রদূত ছুরিকাহত

দক্ষিণ কোরিয়ার মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট গুরুতর আহত হয়েছেন। সিউলে এক বৈঠকে অংশ নেয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়।

বৃহস্পতিবার সকালে সিউলে এক বৈঠকে অংশ নেয়ার সময় নাস্তার টেবিলে হামলার শিকার হন ৪২ বছরের লিপার্ট। সেখানে তার ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ৫৫ বছরের এক ব্যক্তি। হামলার আগে ওই ব্যক্তি দুই কোরিয়ার একত্রীকরণের দাবিতে শ্লোগান দিচ্ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দখ্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে হামলার সিউলের আর্ট সেন্টারে এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় হামলার শিকার হন মার্কিন রাষ্ট্রদূত লিপার্ট। হামলা চালানোর আগে ওই ব্যক্তি ‘দক্ষিণ ও উত্তর কোরিয়া এক হও’ বলে চিৎকার করছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধেও অভিমত ব্যক্ত করেছিলেন ওই হামলাকারী।

তবে হামলাকারী উত্তর কোরিয়ার এজেন্ট কীনা সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় ‍নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছিলেন। দক্ষিণ কোরিয়ার একটি ক্ষুদ্র গোষ্ঠীর ধারণা দেশটিতে আমেরিকান সেনা উপস্থিতির কারণেই দুই কোরিয়া এক হতে পারছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা খবর পেয়ে লিপার্টকে ফোন করে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা মার্ক লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছিলেন।



মন্তব্য চালু নেই