সারা দেশে গোমাংস নিষিদ্ধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

সারা ভারতের সব রাজ্যে গো–মাংস নিষিদ্ধ করা নিয়ে একটি আবেদন খারিজ করে দিল দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, রাজ্যগুলোর মধ্যে বেআইনিভাবে পশুর চালান রুখতে নির্দেশ জারি করা হয়েছে। তাই নতুন করে নির্দেশিকা দেওয়ার প্রয়োজন নেই।
২০১৫ সালে ১৯৭৬ সালের পশু সংরক্ষণ আইনের সংশোধন করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। এরপরই যে সব রাজ্যে গো হত্যা নিষিদ্ধ সেখানে বাইরে থেকে যাতে গো–মাংস না আসে তার নির্দেশিকা চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মহারাষ্ট্র সরকারের ওই আইনে বলদ, ষাঁড় এবং গরু হত্যা নিষিদ্ধ করা হয়েছে। সেই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে যায় একাধিক গো–মাংস বিক্রেতা সংগঠন।
মে মাসে সেই আবেদন খারিজ করে গো হত্যা নিষিদ্ধ করার সিদ্ধান্তই বহাল রাখে হাইকোর্ট। এরপর গত বছর সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রের ৩৬টি গো–মাংস বিক্রেতা সংগঠন জনস্বার্থ মামলা করে। তাদের আরও বক্তব্য, গো মাংসের ওপর নিষেধাজ্ঞা তোলা না হলেও যেন ষাঁড় এবং বলদের ওপর নিষেধাজ্ঞা তোলা হয়। সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।
































মন্তব্য চালু নেই