সারদা ইস্যুতে তথ্য দেয়নি ভারত

ভারতের পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশকে ভারত এখনও কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‌‌‘সারদা কেলেঙ্কারির ঘটনায় ভারত বাংলাদেশকে কোন তথ্য দেয়নি।’
সারদার বিষয়ে তথ্য দিতে ভারত সরকার কোন গড়িমসি করছে কি-না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করতেই সময় লেগে যাচ্ছে। তাদের অবহেলা আছে বলে মনে হয় না।’
এছাড়া দেশটির আন্দবাজার প্রত্রিকা বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ ‘বর্ধমানের বোমা বিস্ফোরণে ঘটনায় দুবাই থেকে অর্থ গেছে বাংলাদেশ ঘুরে।’ গোয়েন্দার সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনের বিষয়ে প্রতিমন্ত্রী কামাল বলেন, ‘বিষয়টি এখনও বাংলাদেশ সরকারের নজরে আসেনি।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিউজগুলো একটি সিস্টেমের মধ্য দিয়ে আসে। তথ্য পাওয়া গেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব খবরকেই গুরুত্বের সঙ্গে দেখে থাকে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থান। দেশের ভেতরে যেমন এর ঠাঁই নেই, তেমনি বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্যদেশে জঙ্গিবাদ পরিচালনায় কোন ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশ সরকার জঙ্গিবাদ দমনে সফল হয়েছে দাবি করে কামাল বলেন, ‘জঙ্গিবাদের অর্থের উৎস সন্ধানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।’



মন্তব্য চালু নেই