ভাষা মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়নি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কিংবদন্তি আব্দুল মতিনকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দেখানো হয়নি।’
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা মতিনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আব্দুল মতিন একজন কিংবদন্তি। স্বাধীকার ও স্বাধীনতার সূতিকাগার যে ভাষা আন্দোলন, আব্দুল মতিন তার নেতৃত্ব দিয়েছেন। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তার অবদান কখনই ভুলব না।’
তিনি বলেন, ‘আব্দুল মতিন তার আদর্শ থেকে কখনই বিচ্যূত হননি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এমন একজন কিংবদন্তি নেতাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দেখানো হয়নি।’
ফখরুল বলেন, ‘ভাষা মতিনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আমরা সবাই শোকাহত।’



মন্তব্য চালু নেই