সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ কাশ্মীরে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণার আওতায় ফেসবুক, ‍টুইটার, হোয়াটসঅ্যাপসহ ২২ টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। খবর বিবিসির।

রাজ্য সরকার থেকে বলা হয়েছে, সেসব মাধ্যম ‘সরকার বিরোধী শক্তি’ অপব্যবহার করছে এবং সংঘাতে উসকানি দিচ্ছে।

সাম্প্রতিক কয়েক মাসে দুই পক্ষই অসংখ্য সংবেদনশীল ভিডিও ও ফটো ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। সাম্প্রতিক উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘাতে উসকানি এবং সরকারি বিরোধি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগে আরও যেসব সামাজিক মাধ্যম বন্ধ করা হচ্ছে সেগুলো হচ্ছে ইউটিউব, স্কাইপে, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট ও রেডিট।



মন্তব্য চালু নেই