সামরিক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার জন্য মৃত্যুদণ্ড কার্যকর উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর
উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জঙ-উনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের কারণে দেশের প্রতিরক্ষামন্ত্রী হিওন ইয়োঙ-চোলের মৃত্যুদণ্ড কার্যকর করা হল । বিমান-বিধ্বংসী গোলায় উড়িয়ে দেওয়া হল তাঁকে। এমনই দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। গত ৩০ এপ্রিল হিওনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই সময় হাজির ছিলেন উত্তর কোরিয়ার অনেক সরকারি আধিকারিক। দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটিকে একথা জানিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএস) প্রধান হান কি-বিওম।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে উত্তর কোরিয়ার পিপলস আর্মড ফোর্সের মন্ত্রী হয়েছিলেন হিউন। কিম জঙ-উনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের কারনেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থার খবর অনুযায়ী, একটি সামরিক অনুষ্ঠানে কিম উপস্থিত ছিলেন। সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন হিউন।
উল্লেখ্য, ২০১১-তে কিম ক্ষমতায় আসার পর একাধিক পদস্থ ব্যক্তিদের হত্যার খবর পাওয়া গিয়েছে। সেই ধারায় সর্বশেষ সংযোজন হিউন।
এনআইএস প্রধান কমিটিকে আরও জানিয়েছেন যে, বিমান-বিধ্বংসী গোলায় উড়িয়ে দেওয়া হয় হিউনকে। পদস্থ আধিকারিকদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য উত্তর কোরিয়ায় নাকি এ ধরনের বন্দোবস্ত রয়েছে। যদিও খবরের সত্যতা খতিয়ে দেখার কোনও অবকাশ নেই।
এনআইএসের দাবি, হিউন বেশ কয়েকবারই কিমের কাছে কিছু অভিযোগ করেছিলেন। তিনি কিমের নির্দেশও কয়েকবার পালন করেননি। আর এই কারণেই এপ্রিলের শেষের দিকে তাঁকে গ্রেফতার করা হয় এবং কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই তিনদিন পর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মন্তব্য চালু নেই