সাভার ও ধামরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : বজ্রপাতে সাভারে মন্টু মিয়া (১৯) নামের এক স্কুল ছাত্র ও ধামরাইয়ে মনির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন।
শুক্রবার দুপুরে সাভারের ছায়াবিথী ও সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টিতে ছায়াবিথীর বালুরমাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন স্কুল ছাত্র মন্টু মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় মন্টু মিয়া সহ আরো দু’জন । পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষনা করেন। এসময় আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। নিহত মন্টু সাভারের জামসিং এলাকার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
অপরদিকে সকালে বজ্রপাতে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর এলাকায় মনির হোসেন (১৪)নামের এক কিশোর নিহত হয়েছে।
এদিকে বজ্রপাতে স্কুল ছাত্র সহ দু’জনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য চালু নেই