সাভারে নানা আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত
“নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন” এই শ্লোগানকে মুখে নিয়েই সাভার উপজেলা প্রশাসনের উদ্দোগ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস।
রবিবার সকালে দিনটি উপলক্ষে প্রথমে উপজেলা চত্তরে একটি বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। র্যা লীটি সাভার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরবর্তীতে জাতিসংঘ কর্তৃক ১৯৭৭ সালের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পলনের ঘোষনা দেওয়া হয়। এসময় বক্তারা বিশে^ নারীদের অবস্থানের কথা তুলে ধরে নারীকে যথাযথ মূল্যায়নের আহবন জানান।
আলোচনা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সাভার উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার সভাপতিত্বে আলোচনা সাভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,রেস ফিজিওথেরাপী সেন্টারের চেয়ারম্যান ডা. শামীম হোসেন প্রমূখ।
মন্তব্য চালু নেই