সাভারে দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে এক যুবক
শুক্রবার সকালে সাভারের উত্তরপাড়া এলাকার সরকারী কর্মকর্তা মতিউর রহমানের বাড়ী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
খুন হওয়া যুবকের নাম প্রল্লাদ সরকার(২৫)বাড়ী টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোয়াটাবাজার এলাকায়।
পুলিশ জানায় শুক্রবার সকালে সাভারের উত্তরপাড়া এলাকার সাভার উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জনৈক মতিউর রহমানের ভাড়া বাড়ীর একটি রুম থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে ওই বাড়ীর একটি রুমের দরজার তালা ভেঙ্গে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারনা অন্তত দু’দিন আগে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে রুমের দরজার তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত যুবক পেশায় একজন কাঠমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।সে একাই একটি রুম ভাড়া নিয়ে বসবাস করতো। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই