সাভারে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫
টিপু সুলতান (রবিন)-সাভার প্রতিনিধি: সাভারে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খইমুদ্দিন নামের(৪০) এক ট্রাক চালক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন।
আজ ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায় সাভার থেকে গাছ বোঝাই একটি ট্রাক ভোর রাতে মানিকগঞ্জের সিংগাইর যাওয়ার জন্য রওয়ানা দেন। পরে ট্রাকটি ঢাকা আরিচা মহাসড়কের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌছলে ইউটান নিয়ে সামনে থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গাছ বোঝাই ট্রাকের চালক খইমুদ্দিন ঘটনা স্থলেই নিহত হয়। এসময় দুটি ট্রাকে থাকা অন্তত ৫ জন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার ও আহতদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ।
এদের মধ্যে উজ্জল নামের এক যুবকের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
পুলিশ এসময় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করেছে।
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম কামরুজ্জামান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত খইমুদ্দিন এর পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই