সাভারে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: সাভারের গেন্ডার পদ্মাকলোনী এলাকায় বার বছরের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সৎ মেয়ে সহ প্রতিবেশী দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে গেন্ডার পদ্মা কলোনী এলাকার মামুনুর রশীদের কলোনী থেকে তাদের আটক করা্ হয়।

ধর্ষিতা শিশুর বাবা জানায় সাভারের সাধাপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ শেষে রাতে বাসায় ফেরেন তিনি।

দুপুরে বাবা-মায়ের অনুপস্থিতিতে তাদের বার বছরের শিশুকে সৎ মেয়ে কামনার সহায়তায় পাশের কক্ষে ডেকে নিয়ে যায় রিকশা চালক সুরুজ মিয়া।

কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে প্রতিবেশীরা সৎ মেয়ে কামনাসহ রিকশাচালক সুরুজ মিয়াকে কলোনীর একটি কক্ষে আটক করে রাখে।

এসময় জিজ্ঞাসাবাদে এর আগেও শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া যায় অপর ভাড়াটিয়া সুমন মিয়ার বিরুদ্ধে।

রাতে সৎ মেয়ে কামনাসহ অভিযুক্ত রিকশাচালক সুরুজ মিয়া ও অপর অভিযুক্ত সুমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুকে ধর্ষনের চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে আটককৃতরা।

এঘটনায় ভুক্তভোগী শিশুকে শারিরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আটককৃতদের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই