সাভারে একটি রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
টিপু সুলতান (রবিন), স্টাফ করেসপন্ডেন্ট : মানহীন পঁচা খাবার সরবরাহ করার অভিযোগ সাভারে একটি রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে পৌরসভার পাকিজা মিল এলাকার ইয়াম্মি ইয়াম্মি রেস্তারোয় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট আবু নাসের বেগ বলেন, শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর একটি অনুষ্ঠানে এক হাজার প্যাকেট খাবার সরবরাহ করে রেস্তোরাটি। ওই খাবার খেয়ে পঁচা এবং মানহীন হওয়ায় অন্তত ৩০ জন আহত হয়ে পড়েন। এ কারণে রেস্তোরাটিতে অভিযান চালানো হলে সেখানে নোংরা পরিবেশে খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় রোস্তারাটির ক্যাশিয়ার সোলেমানকে নিয়ে যায় ভ্রাম্যমান আদালত। জরিমান পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের জেল হতে পারে তার।
মন্তব্য চালু নেই