আশুলিয়ায় ২৭’শ পোশাক শ্রমিকের দুই মাসের বেতন পরিশোধ না করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, (সাভার): সাভারে আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার বিরুদ্ধে ২৭’শ শ্রমিকের দুই মাসের বেতন পরিশোধ না করার অভিযোগ তুলেছেন কারখানাটির শ্রমিকরা। এই ঘটনায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

রবিবার সকালে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার শেড ফ্যাশন নামের তৈরী পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ না করেই গত ১৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করেন। পরে শ্রমিকরা ১৮ এপ্রিল কাজে যোগদিতে গিয়ে কারখানার মুল ফটকে দেখতে পায় কর্তৃপক্ষ আবারও ২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে। পরবর্তীতে শ্রমিকরা আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন কর্তৃপক্ষ আবারও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কারখানায় ছুটি ঘোষণা করেছে।

এই ঘটনায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে দুই মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়। এই ঘটনায় শিল্প পুলিশের কোন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।



মন্তব্য চালু নেই