সাপের ছোবলে বাঘের মৃত্যু

হিংস্রতায় বাঘের জুড়ি মেলা ভার। আর বিষের রাজা কোবরা। এই দুই ভয়ানক প্রাণীর মধ্যে যদি লড়াই হয়, তবে কে হারে, কে জেতে তা বলা খুবই মুশকিল। বাঘের আকার বড় হলেও কোবরা যদি ঠিকঠাকমতো দাঁতগুলো বসাতে পারে, তবে বনের বাহাদুরও কুপোকাত।

এমনই এক ঘটনার কথা জানা গেল। কোবরার ছোবলে প্রাণ হারাল এক সাদা বাঘ। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত কমলা নেহরু চিড়িয়াখানায় তিন বছরের এক সাদা বাঘকে কামড়ে মেরে ফেলল একটি সাপ। সিসি ক্যামেরায় বাঘ-সাপের লড়াইয়ের কিছু মুহূর্ত ধরা পড়েছে।

চিড়িয়াখানার ইনচার্জ উত্তম যাদব বলেন, ‘শনিবার সকালে সাদা বাঘটিকে খাঁচায় মরে পড়ে থাকতে দেখা যায়। এ সময় খাঁচার পাশে দেখা যায় একটি অর্ধমৃত কোবরাকে। এই কোবরার বিষেই বাঘটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সম্ভবত বাঘের সঙ্গে লড়াই করে এমন আধমরা হয়ে গিয়েছিল সাপটি।’

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।



মন্তব্য চালু নেই