সাদুল্যাপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ১৫

গাইবান্ধার সাদুল্যাপুরে বৈশাখী মেলার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আবু তালেব (৪৫) নিহত ও অন্তত ঃ ১৫ জন আহত হয়েছে।

জানা যায়, শুক্রবার ইদিলপুর, রাঘবেন্দ্রপুর ও ধাপেরহাট ইউনিয়নের তিলপাড়া গ্রামের মধ্যে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আবু তালেব ইদিলপুর ইউনিয়নের চকনদি গ্রামের পচা মিয়া ছেলে।

উল্লেখ্য, শুক্রবার দিনব্যাপী বৈশাখী মেলায় জুয়া খেলা টাকা হারানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছেন তাদের স্বজনরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ দিকে নিহত আবু তালেবের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



মন্তব্য চালু নেই