সাতক্ষীরার কিছু খবর :

সাতক্ষীরায় নানা আয়োজনে এসএ টিভি’র দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

সাতক্ষীরায় এস এ টিভির দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার তৃতীয় প্রজন্মের হাই-ডেফিনেশন (এইচ.ডি) চ্যোনেল এস.এ.টিভি’র দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে থেকে র‌্যালীটি বেরহয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  প্রেসক্লাবে  এসে শেষ হয়।

এর পর সাতক্ষীরারা প্রেস ক্লাব মিলানয়তনে কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্টানের আয়োজন করা হয়। অধ্যাক্ষ আনিসুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্ত্যব্য রাখেন সাতক্ষীরা পৌর-মেয়র এম এ জলিল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা জাতিয় পার্টির সভাপতি আজহার হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ন্যাপ নেতা আবু সাইদ, সাংবাদিক কল্যান ব্যানার্জি, আ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এম কামরুজ্জামান, মমতাজ আহমেদ বাপি, আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম শাহীন গোলদার। উক্ত অনুষ্ঠানে বক্তারা এসএ টিভির বিভিন্ন সফলতা তুলে ধরেন এবং এসএ টিভি কল্যান কামনা করেন।

 

 

সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ডিসি’র সংবাদ সম্মেলন
আগামী ২৪ জানুয়ারি সাতক্ষীরায় শুরু হচ্ছে তৃতীয় বারের মতো তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫।

এ উপলক্ষে রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও  জেলা তথ্য অফিস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় মেলার বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করেন জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক।

DSC06094সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এটিএন বাংলা’র এম কামরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কার তাজুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, এসবিডিটোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আব্দুর রহমান, মেহেদি আলী সুজয়, আব্দুর রহিম প্রমুখ।

আগামী ২৪-২৬ জানুয়ারি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিতব্য এ মেলা উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মেলার প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম। মেলার শেষ দিন প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। মেলার সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।

মেলা উপলক্ষে আলোকসজ্জায় সর্জ্জিত করা হচ্ছে সমগ্র পার্ক। ইতোমধ্যে ৩৪ টি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান স্টল বুকিং দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেবার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা উপলক্ষে ডিজিটাল বিতর্ক প্রতিযোগিতা, ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল চিত্রাংকন প্রতিযোগিতা, আউট সোর্সিং প্রশিক্ষণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেবে। ডিজিটাল সেবার প্রদানের আওতায় যে সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে, ওইসব প্রতিষ্ঠান স্বতঃফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করবে।



মন্তব্য চালু নেই