বিয়ের জন্য মেয়েদের চেহারাই কি সব?

কালো মেয়ে! এটা কি বিয়ের জন্য কোন অযোগ্যতা? কালো মেয়েকে নিয়ে আছে অনেক গান, কবিতা। কালো মেয়েরাও বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় শীর্ষ স্থান দখল করে। তবে?

ফেসবুকে প্রকাশিত একটি স্যাটায়ার যা আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরে। আমরা নিজে যা পছন্দ করি তা মুখে স্বীকার করি না, আবার যা বলি সেটা অন্তরে বিশ্বাস করি না। নিজের জন্য এক আর অন্যের জন্য এক। এমনই কি আমরা? এই গল্পটি কয়েকটি সংলাপের সমষ্টি কিন্তু আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই এমন সব ঘটনা।

-কি হয় আমাকে বিয়ে করলে? মানুষের চেহারাই কি সব? আমি না হয় একটু কালো,কিন্তু আমার সুন্দর একটা মন আছে।দেখ তুমি অনেক হ্যাপি হবা।
– আরে বাবা বলছিতো তোমাকেই বিয়ে করবো।বল আমি কি কখনও তোমার চেহারা নিয়ে কোন কথা বলেছি।তুমি শুধু শুধু মন খারাপ করছ।
– না আমার খুব ভয় হয়। আমি তোমাকে হারাতে চাই না। বল কোনদিন আমাকে ছেড়ে যাবা না?
– সত্যি বলছি সোনা কোনদিন তোমাকে ছেড়ে যাব না। তুমিতো জান আমি অন্য সবার মত না
-তারপরও আমার খুব ভয় হয়।
-ওকে সোনা এটা বাদ দাও। এবার বল তোমার ভাইয়ের জন্য যে মেয়ে দেখা হচ্ছিল তার কি খবর?
-ও সেটা আর বল না এত এত মেয়ে দেখা হচ্ছে কোনটাই পছন্দ হচ্ছে না।
-ক্যান?
-আমাদের সবার পছন্দ মেয়ে সুন্দর হওয়া লাগবে। আমার একটা মাত্র ভাই বউ সুন্দর না হলে সবাই কি বলবে?
-তা ঠিক মন তো আর দেখা যায় না। যেটা দেখা যায় সেটা দেখেই পছন্দ করা উচিত। তাই না?
-তুমি একটু দোয়া করো যেন একটা সুন্দর মেয়ে পাওয়া যায়। তোমার খোঁজে এমন কেউ কি আছে?
– না নাই।পাইলে জানাবো। ফোন রাখলাম, পরে কথা হবে।

মেরালঃ আমরা সবাই অপরজনকে পরিবর্তন হতে বলি কিন্তু নিজে পরিবর্তন হই না। এটা নিছক একটা গল্প। হাঁ আমি আপনার সাথে একমত চেহারাই সব না, মানুষের মনটাই সব। কিন্তু আপনি অপরজনকে মন দেখতে বলছেন আবার নিজেদের জন্য সুন্দর খুঁজছেন। আগে নিজে পরিবর্তন হন,তখন দেখবেন সবাই পরিবর্তন হয়েছে।

[ ছবিটি প্রতীকী ]



মন্তব্য চালু নেই