সাতক্ষীরার আশাশুনির বীর মুক্তিযোদ্ধা আ. রউফ ঢালী আর নেই

৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ঢালী আর নেই। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৭বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মরহুম ফজর আলী ঢালীর জৈষ্ঠ্য পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৪টার দিকে আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দলের রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমকে বড়দলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আ.রউফ ঢালী আশা এনজিও’র সহকারী ব্যবস্থাপক আতাউজ্জামান পরাগের পিতা। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী কমান্ডার, মাস্টার আকবর আলী, লুৎফর রহমান, এয়াকুব আলী গাজী, শুকুর আলী, আ. ওয়াহাব, আফিলউদ্দীন মোল্লা, আশা’র ঘোনা ব্রাঞ্চের ব্যবস্থাপক আ. হাই, রেজাউল করিম, বিষ্ণুপদ বৈরাগী, সনজিত ঘোষ, মোকবুল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই